ঢাকাFriday , 8 March 2024
[gtranslate]

সিলেট মহানগর ছাত্রলীগের মতবিনিময়

Admin
March 8, 2024 6:23 pm
Link Copied!
                       

স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ও ছাত্র সমাজকে এক্যবদ্ধ করতে সিলেটে মতবিনিময় করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেলে নগরীর দরগা গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে মহানগর ছাত্রলীগের সাথে তারা মতবিনিময় করেন।

ওই সময় কেন্দ্রীয় নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রলীগের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগের সোনালী ইতিহাস অক্ষুন্ন রেখে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি অপশক্তি নানাভাবে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদের পরিচালানায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ ওলিউর হোসেন রিহাম, উপ-ছাত্রবৃত্তি সম্পাদক আরাফাত হোসেন চৌধুরী।