ঢাকাFriday , 8 March 2024
[gtranslate]

দুনিয়াবী শিক্ষার পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে : প্রফেসর ড. মোহাম্মদ সাজেদুল করীম

Admin
March 8, 2024 6:30 pm
Link Copied!
                       

আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশ পরিচালিত আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান শুক্রবার (৮ মার্চ) বিকেলে নগরীর দরগা মহল্লায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ সাজেদুল করীম।

আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল ক্বোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের সেক্রেটারি অধ্যাপক ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন।

মাওলানা ক্বারী এমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা ক্বারী ছহুল আহমদ, মাওলানা ক্বারী হুসাইন আহমদ ইসলাহ, মাওলানা সামছুল ইসলাম, ক্বারী সাব্বির আহমদ, ক্বারি আরিফ বিল্লাহ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামিক সংগীত পরিবেশন করেন যথাক্রমে মুত্তাকিম, তামিমুল ইসলাম, তানজিল, জিহান আহমদ, জাকুয়ান আল জামি, মহিমা আক্তার, নাজিফা আক্তার, মারিয়াম আক্তার প্রমুখ।এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবির গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ সাজেদুল করীম বলেছেন, দুনিয়াবী শিক্ষার পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। শান্তিময় জীবন প্রতিষ্ঠায় কোরআন শিক্ষা গ্রহণের বিকল্প নেই। সহিশুদ্ধভাবে কোরআন শরিফ পড়াও খেদমতে ভুমিকা রাখলে আখেরাতের পথ সুগমন হবে। তিনি বলেন, ইসলামিক শিক্ষার মাধ্যমে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে কোরআনের আলোয় শিক্ষার্থীদের শিক্ষিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রসংশনীয়। তিনি মহাগ্রন্ত আল কোরআন শিক্ষার কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। উল্লেখ, প্রতিবছরের ন্যায় এ বছরও পবিত্র মাহে রমজান মাসে জামায়তে আউয়াল হতে জামায়তে সনদ পর্যন্ত ক্বিরআত প্রশিক্ষণ, ক্বিরআতে সাব’আ প্রশিক্ষণ দেয়া হবে। স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশ পরিচালিত আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের সভাপতি শায়খুল ক্বোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম (০১৭১৮-৪৭৫৫৪৪) আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি