ঢাকাTuesday , 12 March 2024
[gtranslate]

সিলেট বিভাগীয় শিক্ষা প্রতিযোগিতায় গল্প বলা পদকে এহসানুল ২য়

Admin
March 12, 2024 8:09 am
Link Copied!
                       

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার টেংরা টিলা গ্রামের ব্যাংকার এমদাদুল হক লিটন ও সহকারী শিক্ষিকা হাফছা আক্তার লিপা এর দম্পত্তির ছেলে এহসানুল হক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ এ বিভাগীয় পর্যায়ে গল্প বলা(বালক) প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। সে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

এহসানুলের বাবা জগন্নাথপুর উপজেলার পূবালী ব্যাংক শাখার ম্যানেজার, মাতা টেংরাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। প্রথমে নিজ স্কুল, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগী নির্বাচিত হয়েছিল।

এবার এহসানুল হক বিভাগীয় পর্যায়ে একই প্রতিযোগিতায় সিলেট বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে এলাকায় সুনাম বয়ে আনেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে গত (৯ মার্চ) শনিবার সিলেট উপশহরস্থ উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রোকন উদ্দিন প্রমুখ।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার ও সম্মাননা পত্র তুলে দেন অতিথিরা।